"রাজপথে আজ রক্ত কেনো?
কেনো হচ্ছে গুলি"?
"শিশু-কিশোর কীসের জন্য
গাইছে তাদের বুলি"?


"কারা ওরা কী পরিচয়?
কী বা মনে আশা?
কীসের জন্য তাদের মনে
এতো ভালোবাসা"?


"ওরা বাংলার সূর্যসন্তান
লড়ছে ভাষার তরে,
মায়ের মুখের বাংলা ভাষা
আনবে ফিরে ঘরে"।


"মায়ের ভাষাই ভালোবাসা
নয় তো অন্যকিছু,
থাকতে জীবন দেহে ওদের
হটবেনা কেউ পিছু"।