মাধবীলতা ফুল কিংবা ফাল্গুনী ক্যামেলিয়া
আমার নেই আর প্রয়োজন,
সয়ে গেছি বিষেই আমি এখন।


নীল জলে আলো দেখা কিংবা
শরতের সকাল চাই না আর,
অন্ধকারেই শিখে গেছি প্রচ্ছদ আঁকা।


পূর্ণিমার চাঁদ কিংবা শীতের কুয়াশা
কোনোটাই আর হয় না খোঁজা,
কাছের হলো, আপন হলো বিষন্নতা ই।


দেয়ালের কোণে এখন স্যাঁতসেঁতে মস,
জীবনের স্ট্যাবিলিটি সেখানেই খুঁজি।
এখন আর হয় না তোমার চোখে হাঁটা,
বিপন্ন পথেই এখন আমার অন্য ভুবন।