রোজ পদাবলী রচনা করি সময়ের সমরের,
অমনুষ্য দংশনে দহনে নিঃশেষ করছি পৃথিবীর বাকি ইতিহাস,
বঞ্চিত মানুষের দিগন্ত ছোঁয়ার অধিকারকে কলুষিত করছি ব্যাপক মহানন্দে,
নৈর্ব্যক্তিক লাভ নয়, পুরোটাই উপরি চেয়ে ক্লান্ত হচ্ছি, থমকে যাচ্ছি, ফের ছুটছি।

সমারোহে মেতে চলেছি মৃত্যু বিলিয়ে,
বাদানুবাদে সমগ্র সংগ্রামকে ব্যর্থতায় মুড়িয়ে নিচ্ছি রঙিন দেয়ালের প্রচ্ছদে প্রচ্ছদে।

এ এক দারুণ উপহাস,
এ এক দারুণ উপহাস-  জীবনের সাথে জীবনের,
দিবসের সাথে রজনীর, কথার সাথে অব্যক্ত'র।

এ এক অমসৃণ পৃথিবীর চিত্র অংকন করার প্রয়াসে
যেন লক্ষ সহস্র বছর হেঁটে চলেছি আমরা।