তারপর এক টুকরো সাইক্লোন বয়ে যায় সফেদ যন্ত্রণায়,
আকাশে তিমির দাগ কাটে আলোকের তৃষ্ণায়,
কত প্রেমিক সুখ খুঁজে সলীলের স্বচ্ছতার মতো,
দেয়াল বেয়ে ক্লান্ত টিকটিকির চিৎকার কানে আসে।


এদিকে বিতৃষ্ণ সন্ধ্যা,
অস্পষ্ট ভোর, মৌনতার রাত নিয়ে এগিয়ে যায় আমাদের সময়,  
অগোচরে বিভেদ তলে হয় কত নক্ষত্রের পতন!
কত মনে সচল হয় কত দুর্ভেদ্য ঈর্ষার বাহন!


কিছু অভ্যন্তরীণ ব্যাপার বয়ে নিয়ে যাই আমি, আমরা,
তার সুরাহা কেউ পারে নি করতে,
পারবে কখন কেউ জানে না।


আপন বক্ষ সমাধিতে চলে ক্রমান্বয়ে তল্লাশী, বিজলিবাতিতে ঝলসে যায় অনেক কথামালা, যার ব্যত্যয় ঘটে না।
এভাবেই শেষমেষ সমাপ্তি হয় প্রতিটি ভোরের, প্রতিটি সন্ধ্যার, প্রতিটি রজনীর।