ফিরে এসো,
ধানের হাসি, চঞ্চল বিকেল, সবুজের বন,
ফিরে এসো।


ডালিমের ফুল, দোয়েলের ডাক, বাবুইয়ের বাসা,
চোখের নীড়ে সোনালি স্বপন, নববর্ষের বইয়ের গন্ধ,
জোনাকির আলোয় পথের গমন, টায়ার হাতে শিশুদের দল, পিতার ভয়ে পালিয়ে টানা সিগারেটের সময়, পাঠশালায় স্যারের ক্লান্তিগুলো,
ফিরে এসো।


ঘানির সরিষা, মাটির কলস,
পাড়ার ছেলেরা ডুব-সাতারে, কোকিলের ডাকে পল্লীবধূ, নবাবের হাটে দু পয়সায় কেনা লজেন্স,
ঈসাখাঁর প্রতাপ, বৃদ্ধের গাঁয়ে হলদে চাদর, মাঝিমাল্লার হুঁকোয় ফুঁক, সংসারে থাকা ফুরফুরে মেজাজ,
ফিরে এসো।


ফিরে এসো সুজন-স্বজন-স্নিগ্ধ হয়ে,
ফিরে এসো, মানুষের মন মানুষ হয়ে।