রঙিন মৃত্যুর পথ ঘটা করে
মাড়িয়ে,
বুনোহাঁস-চলা ছন্দের
আড়ালে ফেলে পা ,
বৃক্ষের বগলে দাঁড়িয়ে,
পেরিয়ে গোধূলির লগ্নটি,
ক্লান্ত কিছু মানুষের
অচেনা দুঃখ করে স্পর্শ ,
শুনে কিছু শুকনো ঘাসের আহাজারি,
ফেলে নর্দমায় কাগজের নৌকোটি


এইবেলা-


যদি হয় শেষ যাত্রা,
তবু এ পৃথিবীর প্রতি
একবিন্দুও নেই অভিযোগ,
যতটা হয় কোনো
অ্যামিবার শরীরও।