পৃথিবী জেনে গেছে
বর্ণিল ফাগুনেও থাকে বিষ,
সন্ধ্যার আগেই কোথাও কোথাও নামে ঘোর অন্ধকার,
পুঞ্জিভূত হওয়া তৃষ্ণা থেকে আসে তীব্র আর্তনাদ।


পৃথিবী জেনে গেছে
মানুষের চশমার নিচে প্রবল তীব্রভাবে গলে গেছে কনজাংটিভা ,
জমাটবাধা নৈরাশ্যের জোগান ফুঁড়েও বের হয় মঞ্চমাতানো উল্লাস!


পৃথিবী জেনে গেছে
নীল আকাশে ভুল মেঘেরা দল ভারী করে, অপয়া অপরাগ শকুনেরা হন্যে হয়ে ঘুরে।


পৃথিবী জেনে গেছে
আমাদের নরম শরীরের ভাঁজে ভাঁজে রয়েছে সতেরো লক্ষ বিধ্বংসী ব্ল্যাক হোল,
হাঙরের মতো নিমিষেই গ্রাস করে হাজার ট্রিলিয়ন আশঁসন, বন্ধুত্ব, প্রেম, স্নেহ-মায়া-বন্ধন।


পৃথিবী জেনে গেছে
আফ্রিকায়, প্যালেস্টাইনে মুহুর্মুহু  জ্বলছে অন্ধ মানব দাবানল,
আমরা দেখি, উল্লাস করি,  নির্লজ্জের মতো
হাততালি দিয়ে বাহবা দিই দাবানলের স্রষ্টাদের।


পৃথিবীও হাসে,
উল্লাসে মাতে,
ক্লান্ত হয় না,
কারণ,
পৃথিবী আজকের গোটা সিস্টেম ই জেনে গেছে।