এক সুবিশাল কাল তিথির
অভিজ্ঞতা, মৌন বিলাসিতা
বাড়িয়ে দেয় রাত,


অপরিচিত প্রশ্নে নিখোঁজ
হয়ে থাকা কিছু অভিনব
ভঙ্গুর  সংবাদ।


হাতির লেজে ঝাপটা দেয়
ঘাসফড়িঙ আর কুনো ব্যাঙ
বিদঘুটে লাগে,


চারদিকে কালো মেঘ
রোদ ঝেড়ে ছেয়ে ফেলে
বৈশাখে কি মাঘে।


অদ্ভুত সব হচ্ছে দেখি
আর কী আছে দেখার বাকি
উড়ো সুখ মাখে প্রিয় প্রিয়া ,


চূড়ান্ত যে কী আছে
লোকে বলে পাছে
সমাপ্ত সব লজ্জার ক্রাইটেরিয়া।