দাগ ঝুলে আছে গণিতের প্রকীর্ণ ফ্রেমে
জরাজীর্ণ পাশ-দেয়ালের ওম লেপ্টে যায় সূর্য সাম্পান


ভালো থাকা চারপাশে কোমলতা ছড়াচ্ছে ঘুম।


কলহের সীমান্তে গিয়ে  কখনো যদি হয় ফেরা
ফেরারি এই শহরে কে আঁকবে রোদ্দুর - এতোটা যতনে?
পিপাসার রেশ রয়ে গেছে ঠোঁটের কার্ণিশে তবু।


ঘুমন্ত জিরাফের গ্রীবা এঁকে যায় নৃশংস হত্যাযুগ
অরণ্যই জানে শোক,পোড়ানো আগুনের প্রবলতা।
জ্যামিতিক দৃশ্য দেখতে দেখতে চলে গেছে গানের গুঞ্জনে


প্রেতের প্রচ্ছদে নিরাভরণতা ।


আরো কিছু অদ্বৈতবাদ নেচে ওঠে মুদ্রিত কামে


আকাশ থেমেছে দূরে, আলোর অস্তাচলে।
একটা মেঘ ঝরে পড়ছে,দ্যাখো...