মরে গেছি ঢের আগে।মায়া পড়ে আছে পৃথিবীতে মুহূর্ত উপমায়


দুরন্ত অববাহিকার এই জীবন ম্লান অর্থবহ উপাচারহীন
দেখে নেয়া চুপচাপ।
পরশপুরের হাটে বেঁচে থাকে এইসব সহস্র লয়ে ভালোবাসা।


পরন্ত রোদের আড়ালে নিহত মুহূর্তরা গেছে কই?
সকালের সেই আলপথ, মুখরিত অভিনয়ের হাসি
লাল-নীল হিমসরের ওপরে নিস্প্রভ আলোর কঙ্কনযুগ
পড়ে থাকে বিনীত আশ্রয়ে একার নৈরাশ্যে
ভূগোলের পায়ে পায়ে রোদ নেমেছে,পড়ো।
পড়ে নাও সময়ের নৃশংস আস্ফালন।


ভোর হও যদি,তবে যাই ফিরে পায়ে পায়ে হঠাৎ। পাশাপাশি এই পালকে আগুন নিয়ে আসে হত্যাযুগে
শহর বেদের দলে কোনজন্মে যেন দেখেছি তাকে
অবিরত নায়াগ্রা'র মতো দুঃখ কণ্ঠে তার
বিম্বিত ছায়া যেরকম মেলে দেয় ঢেউয়ে,জলে...


মরে গেছি সেই কবে।
এখনো স্মৃতিতে কেমন চিহ্ন রয়ে আছে!