এই যে শরীরে ঘ্রাণ গজিয়ে যাচ্ছে তোমার।
টের পাচ্ছো? একে সুর বলে। লিখে নাও।


তোমার আকাশে মেঘ প্রচুর। হৃদয় পথ পাচ্ছে না।
এই যে অপারগতা- একে প্রেম বলে।
একে বলে ইচ্ছে করে ভুলে যাওয়া।
এটুকু শিখতেই পুরাতন হয়ে যায় সবকিছু।


ঘোলাটে লাইসেন্স বদলাতে হয়...
চোখের চিমটানি কালো হয়ে আসে,


এই যে গোপনে দেখে নিচ্ছ আমার ভাবনা।একে কী বলে?
মোহ? নাকি অহোরাত্র জেগে থাকা চোখের কারুকাজ!


এলোমেলো হাওয়ায় সুর উচলে ওঠে
তুমি কিংবা তোমার নামে অনন্ত এক পথে যেন দাঁড়িয়ে থাকা
মুগ্ধ কাহিনী চারপাশ ঘিরে থাকা এ অপরাধী মৌন তা...


একে দহন বলে। শিখে যাও...