কোনদিন বলিনি নিঃসঙ্গতার কথা।
প্রতিটি দিন কিভাবে কাটে,
প্রতিটি রাতের কালো বরফের মতো একেকটা ওঙ্কার, কোনদিন  বলিনি।


প্রতিদিন ভোরে,তীব্র শুন্যতা শরীরে জড়িয়ে পথে নেমে যাই। উঠতি বয়েসী চোখে কুয়াশা দেখি,
দারুণ  যন্ত্রণাকে পাশ কাটিয়ে বেঁচে থাকা দেখি।
মনে হয়,আরো কিছুদিন বেঁচে থাকি এই হাসি দেখার জন্য। আরো একটা সকাল আসুক,
আসুক আরো একটা প্রেম জাগানিয়া দিন।


সত্য গুলো প্রতিদিন  নতুন রূপে ফিরে আসে।


অনেকদিন  পুনর্ভবা’য় যাওয়া হয় না আমার।
অনেককাল দেখা হয়নি আকাশে উড়তে উড়তে
ঝুপ করে জলে তলিয়ে  যাওয়া সেই সব পাখিদের ছায়া