দৃষ্টির কাছাকাছি এই ঘোর,নিজস্ব আর্শ্বিন
বিষন্ন মুখে, খালি পায়ে ফেরে সুর্যাস্তের দিকে।
সভ্যতা উগড়ে দিচ্ছে মানুষের অচেনা  স্বভাব
পথই শুধু বিপর্যস্ত প্রাণের অন্ধকারে।


ঘোলাটে চাহনি কিংবা বিকেল শান্ত চাঁদের মত
ছায়া হেঁটে আসে আরো দূর গভীর থেকে
শূন্য ভারাক্রান্ত মনের অবয়ব লিখে রেখেছে সুরেলা শোক
পরাজিত মধ্যবিত্ত শহরে মোহের জীবন যেরকম,
তার মতো রূপবতী স্নেহে মরে যেতে চাই...


পরাভব গান অনন্ত জোৎস্নার মত প্রিয় শুধু
অদম্য অদেখা জুড়ে এ-প্রহরে যুদ্ধ-যুদ্ধ খেলা
আবদ্ধ জোয়ার ভালোবাসে চাঁদ, ক্ষুধার্ত মানুষ নয়
অধুনালুপ্ত শিরস্ত্রাণ এঁকে যায় ক্ষুব্ধ শারদীয়া


উল্টে পড়ে রোদের আকাশ শাদা মেঘের বুকে
পরাজিত ভাদরের  স্থির অনাঘ্রাত করুণাভ স্রোতে