রোদের ভেতর যেন কারো ছায়া ভাঙ্গে পাখি
পরাজিত মধ্যবিত্ত চোখে
আহত নীল প্রজাপতি ভালোবেসে পোহাই দুপুর-তন্দ্রা
মেঘের গান শোনাবো বলে পথে-প্রান্তরে যাই
চোখের নিচেই জেগে থাকে লাবণ্য-প্রপাত।


হিসেবের খাতা খুলে রাখে পাড়াগাঁয়ের সোমত্ত পুরুষ
জারুলের ঘ্রাণ মাখা শরীরে যুবতীরা মায়া পোড়ায়
সান্ধ্যস্নানের গল্প শোনায় ভালো থাকা শৈশব।
হতাশায় ক্লান্ত কাকের ঠোঁটে লেগে থাকে দুঃসাহস।
পরম আয়োজন শেষ করে রোদের ভেতর
আড়াআড়ি ভূমির সৌন্দর্য দেখা গেলে শেষ পায়ের ছায়ায়
যে নামে পথে,হারানোর ভয় থাকে নাতো তার।


তবে হোক আনন্দযাত্রা অন্য কোন গল্প বলা দিনে
মায়া মুছে যাক নির্বাক ভালো থাকা মধ্যবিত্ত জুড়ে।