চৌকাঠে চিহ্ন রযে়ছে চলে যাবার


ঘাবড়ে যাওয়া ফিঙেটির ঠোঁটে লেগেছে প্রার্থনার রঙ
ঘুমের মধ্যে চিনে ফেলা আদর্শ সীমান্তে তীরবিদ্ধ হুদহুদ
কালের খেয়াবে নডে়ছে জলফুলের নিরন্তর নামতা-সড়ক।
স্নানদৃশ্য দেখেছে চোখ,
ভেজা শরীরে লেপ্টে থাকা শাড়ীটির আয়নায় শোক‌।


চেনা একরাশ বিরক্তি রযে়ছে শোনো
জরায়ু কাঁপে।জন্মান্তরের ক্ষোভ রেখে যাবো পুণর্জন্মে


শ্রী-শরীর চিনেছে
দুর্দান্ত সন্ধ্যায় যে রেখেছে স্মৃতিদুরন্ত যুদ্ধছায়া


উঠোনে পা-চিহ্ন রযে়ছে মূহুর্ত আরতির…