চলো ভাঙতে শিখি,ছিড়তে শিখি,চলো পুড়িয়ে ফেলি...


চলো ভেঙে ফেলি সে দেয়াল,যা আামাকে রাস্তার পাশে অসুস্থ মায়ের কাছে বসে থাকা ক্রন্দনরত শিশুর মুখে হাসি ফোটাতে বাধা দেয়।


চলো ছিড়ে ফেলি সে শিকল,যা আমাকে বৃদ্ধ খেটে খাওয়া দিনমুজুরের শক্ত লাঠি হতে বাধা দেয়।


চলো পুড়িয়ে ফেলি সে নিয়ম,যেখানে পতিতা আর অনাথের কোন জায়গা নেই।


চলো ধিক্কার জানাই,গড়ে তুলি,চলো প্রতিবাদ করি...


চলো ধিক্কার জানাই ,যে সমাজে ধর্মের নামে মানুষ হত্যা চলে


চলো গড়ে তুলি সেই পরিচয়,যা আমাকে আমার কাছে পরিচিত করায়।


চলো প্রতিবাদ করি নিজের সাথে,মুক্ত করি নিজেকে।