বন্ধুরে আজ বুকের মাঝে
উঠছে ভীষন ঝড়
এই ঝড়েতে ভাঙ্গছে স্বপন
ভাঙ্গবে বুঝি ঘর।
চেপে রাখা সব কষ্ট গুলো
উঠছে ভেষে মনে
সেদিনের সেই ব্যবহারটায়
হৃদয়ে আঘাত হানে।
নিঠুর তুমি আমায় ফেলে
গেছো সেদিন চলে
প্রেমের ফসল সাথে নিয়ে
নিঃস্ব করে দিয়ে।
হৃদয়ের সব হাহাকার যেন
অশ্রু হয়ে ভাসে
বললে তুমি অশ্রু আমার
অভিনয়ের মত লাগে।
হায় রে নিঠুর প্রিয়া আমার
বুঝলি না মোর মন
সন্দেহের বসবতি হয়ে
ভাংলি নিজ কাকন।