দুটি পা, দুটি হাত, সুন্দর একজোড়া চোখ, খাড়া নাক নিয়ে বেড়ে উঠা প্রাণীটিকে আমি চিনতে পারছি না ইদানিং,
আমিও দেখতে তেমনই কিন্তু আয়নার সামনে যখন দাঁড়াই,
ঠিক কেমন যেন অচেনা মনে হয় নিজেকে!


আমি আমাকে দেখি না, অদ্ভুত প্রাণিটাকে আমার বিভৎস্য মনে হয়, হিংস্রও
এই আমাতে ভরে যাচ্ছে পুরো সমাজ,
বইয়ের পাতার কালো কালো বর্ণগুলো সব ফ্যাকাসে-অস্পষ্ট, এন্ড্রয়েডের রঙিন আলো বিঁধছে মস্তিস্কে!


আকাশ সংস্কৃতির লোভনীয় সিরিয়ালে ডুবে আধুনিকতার(!) পাঠ নিচ্ছে বড়দের দল,
বইয়ের ভাঁজে এন্ড্রয়েডে পর্ণের কারিশমায়
পার হচ্ছে তারুণ্যের কৈশোর!


মেরী শেলীর 'ফ্র্যাঙ্কেনস্টাইন'ও লজ্জায় মুখ লুকায় আমাকে দেখে, ধরিত্রিও আনমনে তাকিয়ে অবাক দর্শক,
আমি মানুষ নই, নই পুরুষও। আমি মানুষের
আদলে মোড়ানো এক ধর্ষক!