প্রিয় বেলাডোনা
তুমি যৌনতা ছড়িয়ে দিয়েছো চোখের তারায় -
যখন ক্ষুধিত পাষাণ তৃষ্ণা মেটায় উরুর ভাঁজে ;
তুমি যৌনতা খুঁজেছিলে চোখের পাতায়-
এই হিম ধরা রাতে মস্তিষ্ক জমাট বরফ!
কাঁপা কাঁপা হাতে সিগারেটে চুর হওয়া যুবক খোঁজে জীবনের মানে!
জীবন কোরেছে প্রতারণা ইথারের মাঝে!
স্নেহে ঘেরা হাতে এখনো তাজা মাংসের স্বাদ লেগে আছে।
পেটে যথেষ্ট ক্ষুধা ;
মন ও মগজে বিদ্রোহ!
বেলাডোনা বিরহী আমি এতকাল শুনেছি মানুষ হব
এখন হতে হবে ন্যাক্রোফ্যাজিক ;
নিহত লাশেও খোঁজে ওরা যৌনতা!
বিশ্বাস উঠে গেছে মানব জাতির ;
এই স্যাডিস্ট সোসাইটির কুত্তার বাচ্চাগুলো নষ্ট করেছে আমায় ;
এখনো পঁচে যাওয়া হৃদপিন্ড বিট দেয় একশো চব্বিশ!
যখন হাতে কাঁপন ধরায় পার্কিনসোন ;
তখনো ম্লান হাতে নিতে ইচ্ছে হয় বাজুকা- গ্রেনেড!
প্রিয় বেলাডোনা তোমার কামাতুর চোখে খুনের চাহিদা ছিলোনা ;
এখনো নেই
অথচ অষ্টাদশী বালিকার হৃদয়ে রক্তের স্বাদ!
প্রতিদিন খুন করে যাচ্ছে ভাবলেশহীন!
বেলাডোনা বিশ্বাস কর ফুসফুস পঁচে গেছে
অথচ আরো পঁচে গেছে সভ্যতা।
তোমার যৌনতা চোখের তারাতে এদের নিতম্ব বা বক্ষে!
বেলাডোনা তোমাকে চোখ বুঁজে বিশ্বাস করা যায়,


কিন্তু এই ন্যাক্রোফিলিক হারামিদের বিশ্বাস নেই।
আমি এক যুগ না খেয়ে থাকতে পারি,
তবুও এদের বিশ্বাস করা দায়!
মদেও চুর হয়ে থাকা যায় -
পাপ নেই ;
কিন্তু এই বেজন্মাদের সাথে আপোষে পাপ আকাশ ছুঁয়ে যায়!
আমার হৃদয়ের বন্দর পুড়ে যাচ্ছে ;
যুদ্ধ হচ্ছে তুমুল -
বেলাডোনা চল না আবার রক্তের হোলি খেলি পৃথিবীর জুয়া ছেড়ে।।


"বেলাডোনা "