যখন সূর্য সমুদ্রে ডুবে যায়-
হয়ত দেবী মারমেইড কে আলোকিত করতে
যখন ছোট বাচ্চারা ফিরে আসে
পাখিরা ফেরে তাদের আশ্রয়ে
তিমির রঙ নীল হয়ে যায়


আমরা কেঁদে উঠি
পৃথিবীতে সত্য বলে কিছু নেই।


আমরা যখন পৃথিবীর তারা এবং আকাশের নাম ভুলে যাই
যেখানে সমস্ত যুদ্ধ শুধু আত্মতুষ্টির
সেখানে সবই নিছক মিথ্যাচার ;


যখন নীল তিমির জনসংখ্যা কমে যেতে থাকে
আমাদের লোলুপ ক্ষুধা ও যুদ্ধে
এবং আমরা মায়াকান্না করি
সেই পৃথিবীতে সত্য বলে কিছু নেই!


যতক্ষণ দেহে আছে প্রাণ
হয়ত সেখানে কিছু করার আছে
যদি প্রত্যাশার স্বপ্নগুলো বেঁচে থাকে
আমরা নীলতিমির সাথে আলোচনায় বসতে পারি
সবকিছু তোমাদের উপর নির্ভরশীল
আমার কাছে এই স্বপ্ন ছাড়া সবই অসত্য!


যখন সব ঋতু বাসন্তি ফুলে ছেয়ে যাবে
আকাশে মেঘমালা ডানায় উড়ে বেড়াবে
সুসংবাদ গুলো এখানে সেখানে
আলোচনার টেবিলে,
নীল তিমিগুলো তটের খুব সন্নিকটে
মিত ভাষায় সম্ভাষণ দেবে
আমরা কেমন আছি ;
সেই পৃথিবীটা হতে পারে কিঞ্চিত সত্য!
আমাদের  সংগীত গুলো যখন
সব মেঘে ঘুরে বেড়াবে
শান্তির বার্তা নিয়ে,
মাঠে ফুলগুলো ফুটতে থাকবে
ক্রংকিট আর ফেলে রাখা পিচের টুকরো ছাড়া
যেখানে জীবনের উদযাপন চলবে
শিশিরজলে
আগ্নেয়াস্ত্র আর ড্যাগার ব্যতীত
কোন ঘৃণা, খুন বা ক্রোধ ছাড়া।


যতক্ষণ দেহে আছে প্রাণ
হয়ত সেখানে কিছু করার আছে
যদি প্রত্যাশার স্বপ্নগুলো বেঁচে থাকে
আমরা নীলতিমির সাথে আলোচনায় বসতে পারি
সবকিছু তোমাদের উপর নির্ভরশীল
আমার কাছে এই স্বপ্ন ছাড়া সবই অসত্য!


.................................................