যে অশ্রুমালা হয়ে গেছে গত
যে প্রেম গেছে মুছে ধীরে
শুকিয়ে গেছে হৃদয়ের ফল্গুধারা
আক্ষেপ হয় খুব
আক্ষেপ হয় খুব তার তরে '


যে ফুল ফুটিলো না হায় বাগিচায়
যে চাঁদ উঠিলো না সন্ধ্যায়


তারি তরে কেন এই  ব্যাকুলতা
কেন এই হাহাকার
বুকের ভেতরে মোচড়ে ওঠা পুরানো ব্যথা
আহা!
কত প্রেম,  হৃদয়ের কোল ঘেঁষে রাখা
স্মৃতির রোমন্থন
গত হল আজ কতদিন  ---
আক্ষেপ হয় খুব!


আক্ষেপ হয় ফিরে যাওয়া সময়ের
খুব করে রেখে দেয়া স্মৃতিগুলো
ম্লান হয়ে যায়  মরিচার উৎসবে!


কত দিন কান পেতে আছি
খুব কাছে -
ভালোবাসি ভীষণ, কানেকানে কবে!
রবে
হৃদয়ের অলিন্দে, স্মৃতির ক্যানভাসে -
সব গেছে মুছে, ক্ষয়ে গেছে শীতের পাতারা
ধূসর ক্লান্ত পদাতিকের মতন
শ্রান্ত আমি -
বসে আছি এক কোণে, এক রাশ ঘৃণা নিয়ে
ভেবে যাই, হবে কি শেষ এই প্রহর!
ভাঙবে কি ঘুম, ক্লান্ত এই শহর -


এই নরকের দাবদাহ ;
একাদিক্রমে এত প্রেম পেয়ে পেয়ে
ক্লান্ত আমি আজ ঘৃণা খুঁজে ফিরি।


চাইনা ও হাতের স্নেহ, স্পন্দন
পুষ্প কলি
চাইনা প্রেম-চয়ন, অমৃত বচন, সুধাসদন
রূপালি বদন ;


সব দিলাম ফিরিয়ে ; এসেছিলো যা অযাচিত
সব নিয়ে যাও
বিলিন করে নাও মোরে  হে মহাকাল!  


এক জীবনে সব কিছু থেকে ক্রমে ক্রমে
সরে সরে খুঁজে ফিরে ফিরে জীবনের মানে
হারিয়ে গেছি খেইহীন গোলকধাঁধার খামে!


আর নেই প্রার্থনা, নেই পবিত্র আত্মার কোন চাওয়া,
অযাচিত দাবি দাওয়া
নেই অপ্রাচুর্য পাওয়া -
নেই হৃদয়ের কোন অপূর্ণতা
না পাওয়ার বেদনা কিংবা শূন্যতা, খেইহীন উত্তাল হাহাকার
ভ'রিয়ে দিয়েছে মর্মের উদ্বেলিত হিল্লোলে
পেয়েছি স্বর্গসুধা অনিন্দ্য মৃন্ময়ে।


না পাওয়ার প্রাপ্তিতে পূর্ণ হয়েছে কবি -
ভুলে গেছি অতীতের সব লেনাদেনা
প্রেম - বিরহ,
নিদাঘ - বারীশ  সব লাল-নীল বেদনা।।


ইমতিয়াজ অর্ক
১৬ এপ্রিল ২০, ঢাকা।।