আমি তো, আমি.....!!
শর্তবিহীন-  গল্পে আমি,
যদি পারো..! কাছের করে নিও..

আমার - কাছে এসে...,
নিজেকে উজার করে, কাছে টেনে নিও।

দু'চোখ ভেজা,শরীরে কুয়াশা,
চাদরের ভাঁজে ভাঁজে উষ্ণতা,
এক চাদরে একই সাথে,
নিজেকে উজার করে, কাছে টেনে নিও।

পুর্নতায় মাতাল হবো,
অস্পষ্ট নিরাকার হবো,
প্রেম প্রলয়ে তেঁতো  ঠোঁটের
আবেশ কিছু পেও....
আমি তো, আমি.....!!
নিজেকে উজার করে, কাছে টেনে নিও।

এই শুনছো...!!
নিজেকে উজার করে, কাছে টেনে নিও।

আমি তো তোমার বুকে,
নরবে- নিভৃতে, স্পর্শে,
সংগোপনে,  অনুভবে,
আপন মনে,আপন করে,
নিজেকে উজার করে, কাছে টেনে নিও।।