আমার বাইরে সময় কাটানো
অসম্ভব ব্যাস্ততা,
ক্লান্ত হয়ে ঘরে ফেরা,
নিজেকে সময় দেয়ার বাহানা,
ফোন নিয়ে ব্যাস্ত হয়ে পরা....


অফিসের এতো কাজ,
দিন রাত পেরেশানি,
শারীরিক দুর্বলতা,
ছুটির দিনে ঘুমোতে চাওয়া মন,
তোমাকে নিয়ে ঘুরতে বের না হওয়া...
এর সব কিছুর জন্য আমি দায়ী
এগুলো সব আমারি দুর্বলতা।।


এতো এতো অজুহাতে,
সৃষ্টি হওয়া দূরত্ব,
তৌরি হওয়া একাকীত্ব,
আমার উগ্র জীবন যাপনে,
আমি অপরাধী!!


তোমার বাবা তোমার কাছে ক্ষমা প্রার্থী।।
মেনে নিচ্ছি এর সবই আমার ব্যার্থতা।।


হতাশা কিংবা দুঃখ একপাশে ফেলে
কেনো হতে পারি না শুধুই তোমার??


বেঁচে থাকা হোক তোমার জন্য,
তোমার সাথে কথা বলার জন্য,
তোমাকে সময় দেবার জন্য,
যতো বেশি সময় তোমাকে দিবো,
ততোই বুঝি তোমার কাছের হবো!!
সম্পর্কটা হবে ততটাই সুস্থ।।
তুমি আমায় ক্ষমা করে দিও বাবা।