খুব কাছ থেকে দেখা,
খুব কাছে চলে আসা,
খুব করে কথা বলা,
খুব অন্যমনস্ক হয়ে ওঠা,
তার পর উল্টো গোনার পালা।।


খুব দূরত্ব তৈরি হওয়া
দূর থেকে বোঝার চেষ্টা,
খুব করে নিজেকে আড়াল করা,
মনের ধারে কাছেও ঘেসতে না দেওয়া,
তারপর পাল্টে দেখাটাকে হালকা করা,
সম্মান করি বিধায় হয়তো গুটিয়ে যাওয়া।।


সব কিছুর পরও....
জানতে পারা সব নতুন অভিজ্ঞতা...
ক্যামেরা বন্দি করা স্মৃতি গুলো রয়ে যায়।।
নতুন সময়ে নতুন শুন্যস্থানে নতুনের আগমন হয়।।


প্রকৃতি বুঝতে পারে তাই পালা বদলে নতুনত্ব আসে।।