প্রচণ্ড চাওয়ায় কাছে টেনে আনা,
মনের সব টুকুন চাও 🙂 -তাই তো কাছে পাওয়া,
অপূর্ণতা আর  আকাঙ্ক্ষার  পরিসমাপ্তি,
সব কিছু উপেক্ষা করে বুকের মধ্যে এনে,
অচেনা তোমায় আপন করে নেয়া🙂....!!
সম্মোহিত তুমি আমি!!  
কি সেটা??  -একটু বলো না।।


কি হবে? আর কি হবে না??
কি আসে যায় লোকের কথায়??
বাস্তবতাকে উপেক্ষা করে,
তোমায় কাছে পাওয়া🙂
কোথায় মোরা?
সম্মোহিত তুমি আমি!!
কি সেটা?? -একটু বলো না।।


অনুভবকে টপকে কাছে পাওয়া,
ছুঁয়ে দেখায় শত রিক্ততা,
প্রস্ফুটিত সেই মধুর তিক্ততা,
নিজের অজান্তে সম্মহিত হওয়া,
কোথায় মোরা??
কেনো ভালো লাগে  আর্তনাদ!!
কেনো??
কি সেটা?? -একটু বলো না।।


মোহে- মহিম্মানিত প্রশান্তি😊
জোর করে নয়, ক্ষনিকের গোঙ্গানি
আস্টে-প্রিষ্টে আকড়ে ধরে কাছে টেনে নেওয়া
কি সেটা?? - একটু বলো না।।


মায়া ছাড়ানোর যন্ত্রনা,
মধুচন্দ্রিমায় যাতনা,
দূরে চলে যাওয়া বঞ্চনা,
অবহেলিত বেহায়াপনায়,
কাছে নেয়ার নির্লজ্জতা...!!
কেনো??
কি সেটা?? -একটু বলো না ।।


যদি বলি - কিছুই না😊
এতো নয়,কল্পনা,
যদি বলি মুহুর্ত টুকু...
সময়ের ব্যবধান, -তোমার আকুলতা।
ভুল করে ভুলে যাওয়া শত বাহানা,
তোমার কাজল পরা চোখের মিথ্যে অনুশোচনা।


ভুল হবে???


তবে তুমিই বলো!!
কি সেটা?? -একটু বলো না ।।


আমি বলছি শুধুই অতীত,
এখন তুমি অলিক কল্পনা,
অন্য কোথাও অন্য কারো ললনা।।
ওহো!!- তোমার সবটুকু জুড়ে আমি-
কখনোই না।।


একসময়ের -
শত বাহানায় ছুটে আসা তুমি অভিনয়ে ছিলে সেরা,


তুমি কখনোই,- আমার তুমি না, ছিলে না।


আমার বর্তমানে-  তুমি শুধুই অতীত
তোমাকে এ মন এক বিন্দু কাছে টানে না।
তুমি এক সময়ের যন্ত্রণা
যা এখন বিন্দুমাত্র অর্থ বহন করে না।
তুমি অন্য কোথাও অন্য কারো পুুতুল,
অন্য কারো লালসা, লোলুপ ললনা ।।