আমি হেলাল হাফিজ হব,
লিখব চোখের জলের কাব্য;
যে জলে আগুন জ্বলে,
হৃদয়ে সুনামির ঢেউ তোলে।
আমি হেলাল হাফিজ হব,
বিরহ-ব্যথার তাবিজ হব;
নিরাশার বাঁধ ভেঙ্গে আমি আনব নতুন আশ,
বাংলাদেশের বুকে করব ভালোবাসার চাষ।
আমি হেলাল হাফিজ হব,
কষ্টের ফেরিওয়ালা হব;
কষ্ট দিয়েই নষ্ট হবে সকল দুখের কারণ,
কষ্ট সাথে নিয়েই ধরব সন্ন্যাসী বেশ ধারণ।
এক মানবীর দেয়া কষ্ট
নিয়েই করব জীবন পার,
এক জীবনে কী আর বাকি
থাকে নষ্ট হবার!
০৯.০৯.১৭