অজ্ঞাত
– মো. এনামুল হক


জানিনা ডাকে কোন পাখি
কোন কালে, কোন বেলায় –
জানিনা কোন বৃক্ষ পাতার শব্দ শুনি
বাতাসের আন্দোলনে
কোন তারা কোন কোণে ওঠে আকাশের
জানিনা –
বুঝিনা জীবনের নানা স্রোত
নানা গিরিপথ, খাদ।
কে কি কখন হয় সঞ্চালিত, জানিনা
পারিনা ছিড়তে মায়ার বাঁধন
কিসের মায়া, তাও বুঝিনা!
জীবনের কি প্রভাত, মধ্যাহ্ন, অপরাহ্ন!
সবাই তো দাঁড়িয়ে গোধূলিতে
ওই অস্তনিমিত সূর্যের মত –
ডুবতে একটু বাকি –
তারপর রাত, অন্ধকার, গাঢ় অন্ধকার।
জানিনা, বুঝিনা সেই নিগূঢ় রহস্য
অজানা ভয়ঙ্কর।।


অক্টোবর ৩০, ২০১৬
দুপুর ২:৪৫, ঢাকা