গরমভাতে বিড়াল নাখোশ
সূর্য দেখলে পেঁচা
ভাঙ্গা কলস হাটে নিলে
যাবেনা তা বেচা ।



কাকের মাংস খায়না কাকে
মানুষ কিন্তু খায়
নৌকায় চড়ে তীরে এলে
পেছনে কে চায় !



কেউকেউ শাক দিয়ে
ঢেকে ফেলে মাছ
ছলেকলে বুঝায় তারা
তিনে তিনে পাঁচ।



নাই মামার চেয়ে নাকি
কানা মামা ভালো
চাঁদ-তারা ডুবে গেলে
জোনাকীর আলো ।