কেয়াবন পুড়ে গেছে হিংসার আগুনে
ফুল আর ফুটবেনা আসন্ন ফাগুনে।
মৌমাছির আনাগোনা থেমে গেছে বনেতে
ব্যথা আছে বেশুমার পাখিদের মনেতে।


শুকপাখি চলে গেছে কোকাফের পুরীতে
কালোমেঘ জড়ো হয় বেদনার ঝুড়ীতে।
রাহাবর পথ ভুলে দিবসের আলোতে
মুসাফির খাবিখায় তিমিরের কালোতে।


কালোসাপ তেড়ে আসে সাপুড়ের বাঁশিতে
আজাজীল তালিমারে খিলখিল হাসিতে ।
চেয়ে দেখো কারা যেনো ফুল নিয়ে আসছে
ফুল-পাখি দেখেদেখে বারেবারে হাসছে।