মৌমাছিরা ভুলে গেছে ফুলের বন
ফুল-পাখিদের অশ্রু ঝরে সারাক্ষণ।
বুলবুলিরা নিরব এখন গায়না গান
প্রজাপতি মনের দুঃখে মুহ্যমান।


চারিদিকে পানিশূন্য মরু-ধূধূ
আকাশপানে চাতক পাখি তাকায় শুধু।
অঝোরধারায় বৃষ্টি নেমে আসতো যদি
সাগরপানে ছোটে যেতো মরা নদী।


সাগর এখন কয়না কথা চাঁদের সাথে
জোনাকিরা ঘুমায় এখন তিমির রাতে।
নিবুনিবু অই যে দূরের ধ্রুবতারা
পাহাড় বলে কোথা তুমি ঝর্ণাধারা !


এসো ফাগুন এসো নিয়ে ফুলের হাসি
মৌমাছিদের মনে ব্যথা রাশিরাশি।
আয়রে শ্রাবণ আয়না নিয়ে বৃষ্টিমালা
যাক্‌না নিভে চাতক পাখির বুকের জ্বালা।