শ্বেত কপোত ছটফট করে বদ শিকারীর হাতে
চাতক পাখির মন ভরেনা তুমুল বৃষ্টিপাতে।


দাম্ভিক রাতের আস্ফালনে ফাটল ধরে চাঁদে
পথ হারিয়ে মায়া হরিণ অঝোরধারায় কাঁদে।


মুখোশ পরে হলদে বিকেল যাচ্ছে খেলে জুয়া
বুনোহাতি তাড়ায় এখন কালো কাকতাড়ুয়া।


বিকলাঙ্গ গুবাকতরু মাপে বায়ুর গতি
রঙিন ডানা ভেঙ্গে কাঁদে বিরল প্রজাপতি।


মায়ের কোলে বসে শিশু ভুলে গেছে মাকে
ভল্লুকের দল ঝাপটা মারে ভরা মধুর চাকে।


অশ্বত্থতলে গলা ফাটায় গিনিপিকের পুত্র
শ্বেত কপোত ধরতে শিখে বীজগণিতের সূত্র।