চারিপাশে আঁধার দেখে আলো তুমি খুঁজলেনা
জীবন-যৌবন বুঝলে তুমি আসল কথা বুঝলেনা ।
আকাশ যদি মেঘলা থাকে আসবে নেমে অন্ধকার
পথের মাঝে পথ হারালে খুঁজতে হবে বারংবার ।


নিজের সাথে খেলছো খেলা সর্বনাশা পতনের
সাগর তীরে বসে থেকে করছো আশা রতনের ।
অজানা এই ভবেরহাটে নিজপণ্য নিজেই ক্রেতা
বাঘের খাঁচায় বন্দি থেকে ভাবছো ভীষণ স্বাধীনচেতা !


চারিপাশে আছে তোমার হীরা মাণিক গুপ্তধন
পরের সম্পদ পেতে তুমি করছো ফিকির সারাক্ষণ।
নিজের পায়ে কুড়াল মেরে দোষী বানাও অপরকে
ঘুমের ঘোরে বেহুঁশ তুমি ভুলে আছো কবরকে ।


নিজের কাছেই গোপন তুমি নিচ্ছো পরের পরিচয়
সাজঘরে ফিরতে হবে সাঙ্গ হলে অভিনয়।
সকাল গেলো যাচ্ছে দুপুর বিকেল তোমার ধরলো হাত
দিবানিশি কাঁদো এবার করবে মাবুদ দৃষ্টিপাত।


সময় হলে মরণ-শরাব করতে হবে সবাই পান
শূন্যখাঁচা থাকবে পড়ে জীবন হলে অবসান।
থাকতে সময় পালন করো নামাজ-রোজা শরীয়া
পরজীবন হলো যে ভাই আফসোসেরই দরিয়া।