বক্ষ আমার ঝাঁঝরা করো তীক্ষ্ণ শরাঘাতে
চক্ষু যেনো ভেসে যায় আজ তীব্র অশ্রুপাতে ।
লক্ষ্যভ্রষ্ট আগামীদিন দাম্ভিক অতীত হাসে
হৃদয় এখন তপ্তমরু ক্ষ্যাপা-স্মৃতি ভাসে।
রুক্ষ সহিস ঘোড়ার পিঠে মারছে চাবুক নিত্য
দক্ষ ঘোটক চিরদিনই হয়ে থাকে ভৃত্য।
অন্ধহরিণ দ্বন্ধ নিয়ে গহীনবনে থাকে
ব্যাঘ্র-শাবক ধরতে তারে মনে ছবি আঁকে।
মৃত্যু সবার পিছেই আছে যেমন থাকে ছায়া
চোখের মাঝে ধাঁধাঁলাগায় আজাজীলের কায়া।
হলুদপাখি ছটফট করে কঠিন লোহার খাঁচায়
দিবানিশি প্রহরগুনে মুক্ত হওয়ার আশায়।
হঠাৎ একদিন বন্দিপাখি খাঁচার দুয়ার খুলে
উড়াল দেবে দূরাকাশে সকল মায়াভুলে।