বিপন্ন মানুষ বিবর্ণ আকাশ
করুণ আর্তনাদ গোলাপের  ঘ্রাণে।
ব্যাকুল হৃদয়ে দূষিত বাতাস
সাড়া-শব্দ নেই আজ কোন প্রাণে ।


আঁধারে যাত্রি হলো নিরুদ্দেশ
বিধ্বস্ত আত্মার শুনি গোঙরানি।
আলো-ছায়ার খেলা হবেনা শেষ
হারিয়ে গেছেন সব বিজ্ঞ-জ্ঞানী ।


আলেয়া দেখে হাসে মুসাফির
ফড়িং মরে অজানা ব্যাধিতে।
হরিণীর চোখে জমে অশ্রুনীর
ঈগল ছোঁ মারে এই ধরনীতে।