গোধূলীরঙ পান্ডুর হলো মেঘের কান্না দেখে
কেয়াবনে বসে ইবলিশ সুখ ইতিহাস লেখে!


শুকপাখিটা কাঁদে একা নীরব-নিঝুম বনে
ব্যথার সাগর জমে শুধু ফুল-পাখিদের মনে।


বুনোহাতি আসে নেমে তিমির কালো রাতে
স্বপ্নগুলো জিম্মি এখন আততায়ীর হাতে।


গড়াগড়ি খাচ্ছে অতীত ধূসরিত পথে
অট্টহাসি দিয়ে পিশাচ দিচ্ছে আঘাত ক্ষতে।


ভালোবাসা বন্দি করে দুষ্ট অক্টোপাসে
অশ্বত্থ তলে কারা যেনো খিলখিলিয়ে হাসে।


বাদুরের ঝাঁক জটলা করে ডুমুর গাছের শাখে
তবু আশা ভীড় করেছে জীবন নদীর বাঁকে।