বালিকা
জানিনা অাসবো কিনা উড়ে
বাসবো কিনা ভালো তরে
প্রাণের মায়া উপচে ধরে।
জানিনা তুই প্রাণবন্ত হাসিস কিনা
জানিনা তুই খোঁপায় মালা বাধিস কিনা,
জানিনা তুই পায়ে অালতা রাঙ্গা করিস কিনা,
জানিনা তুই মেহেদি ভালোবাসিস কিনা,
জানিনা তুই অট্টহাসি হাসিস কিনা,
জানিনা তুই ভোরের স্বপ্নে জাগিস কিনা,
জানিনা তোর অবাধ্য চোল বাধিস কিনা,
জানিনা তুই কাজল চোখে পড়িস কিনা,
দেখিনি তোর অালতো হাসি দেহের গড়ন,
দেখিনি তোর মনের খুশি শাষন বারণ।
জানিনা  তুই বৃষ্টি দেখিস কিনা,
বৃষ্টি ভালোবাসি কিনা।
অামার বড় ইচ্ছে
রাত-দুপুরে তোর সাথে ভিজবো বলে।
জানিনা তুই শরৎ হাসি হাসিস কিনা।
বড্ড অামার ইচ্ছে করে,  ভালোবাসবো  শুধুই তরে,
হাতটি ধরে হাটবো দূরে
শুণ্য মেঘে ভরদুপুরে।


অামার বড় ইচ্ছে করে
রাত দুপুরে তোর দোয়ারে ডাকবো তরে,
অামার বড় ইচ্ছে করে
তোর মনে থাকবে গেঁথে।


ভালোবাসার নেই যে সময়
মনে যখন চাইগো যারে,
দিন দুপুরে, রাত-প্রহরে
ইচ্ছে করে থাকবো অামি
দিবা-রাত্রি তোর নগরে।


জানিনে তোর চলন-গমন
মিষ্টি হাসি,  কট্টভাষি
তবুও অামায় কাছে টানে
ভালোবাসি ভালোবাসা
ইচ্ছে করেই প্রহর গুনে।