তবু থাক দূরে থাক, চিমটি কাটা সপনেরা।
গল্পে বানান ভুল অাসে ,
কবিতায় ছন্দপতন হয়।
ভালোবাসায় ঘূণে ধরে,
চাঁদ কলঙ্কে হাসে।
অার অামি কত দিন রবো অপেক্ষায়?
ভালো অবশেষে।


দিন অাসে রাতের মতো
বালিকারা হাটে পাশে,
কোলাহলে মাতি,
তোমার মতোই কাউকে
বালিকাদের মাঝে খুঁজি।


রাস্তায় হর্ণ বাজে
অাৎকে উঠি অামি এই বুঝি ডাকলে তুমি , যন্ত্রফোনে।
নিয়ণ অালো সবুজ বাতি
অামার হয়ে জ্বলেনা ,
দুপুরের কল্পনায় বেলকনিতে
চুল শুকাতে কেউ অাসেনা।


অাসবেইবা কেন?
দিন ত অার দিনের মতো থাকেনা।