একরাশ ক্লান্তিতে অামি
বেদনায় নই, অাক্ষেপে পূর্ণ হৃদয় ভূমি।
উর্বরতা ছিলো না,  চাষাবাদ করেছো
ক্লান্তি ছিলো না সুখের,  জন্মিয়েছো অাড়ালে।


সেদিন জানিনা কি দিন ছিলো
প্রথম পরশ তোমার
দিন কত যায়, কত অাসে জীবনে
লোকে বলে লোকাল বাস তাই,
কত শুকেছি গন্ধ বাতাসে,
কত নারী স্পর্শে,
কত ফুল শুকেছি গন্ধ কামিনী
কত নারীতে খুঁজেছি তোমায়
কত কাঁজল দেখেছি অাঁখিতে
তবুও তোমায় পাইনি।


কত পরশ, স্নিগ্ধতা পেয়েছি মনোরঞ্জনে  
কতজন এলো গেলো,  ভুলে গেছি ক্ষনিকে
তুমি লেগে অাছো গহীনে
প্রথম পরশ গন্ধে মোহীনি
হে নারী,  করে দিয়ে গেলে মাতাল
অাজো তোমায় ভুলিনি।