ক্লান্ত পথের শেষে
সমুদ্র স্নানের অবসানে
মত্তমাতাল আমারো দীর্ঘশ্বাসে
আমি খুজিয়া বেরাই,  
আমার প্রতিচ্ছবি
আমারই মাড়িয়ে আসা দূর্বাঘাসে।


কখনো কোমল,  কখনো বর্ণহীন
কখনো বা অন্ধকার কালো রাশি,
যেমনি সপনেরা গেছে ভাসি
দিনেরই প্রহরে,
ছিলাম প্রহরী,  আমি নিজ খোদ
ফেরেনি'ক তারা,  
দেখিয়াছে ব্যার্থতার ইশারা।


জোনাকপোকার ক্ষুদে আলো
ঝিঁঝিঁপোকার মাতাল করা সুর
আমার মনে সে সূধা ,
অন্ধকার গভীর অমানিশায়
হাসিয়া  উঠে,  বেদনার রঙে।


ক্লান্ত মন অামার
চারদিকে অন্ধকার,
থাবা মেলে আছে শকুনিরা,
হেমন্তের পাতার মতো
আমিও ঝড়ে যাবো কবে;
ক্লান্তিরা ঠায়,  দাড়িয়ে থাকবে
অন্ধকার নিশিতে,  অন্য কোন পথিকের ঘাড়ে।

তুমি বুনিয়াছিলে বকুলের মালা
ছুয়ে দেখা হয়নি আজো,
শুকিয়ে গেছে তারা দিবসের তরে
আমার অশান্ত মন
কত যে ইচ্ছে করে,  একবার ফিরি
তবুও হয়না ফেরা,  
ক্লান্তি আর ব্যার্থতারা
গাঢ় নিশ্বাস ফেলে
ফিরে ফিরে!
আমি হয়তো হারিয়ে যাচ্ছি
অন্ধকার কোন অতল গহব্বরে।