তুমি দূর,
সুদূর সীমান্তরেখার ওপারে
অামার চোখ এত দূর পৌছায় না
অামার কান এত দূর শুনতে পায় না।
তবুও অাছি কত নিকটে  
নিত্য দিন,  সকাল-দুপর সন্ধা-রাতে,
অাছি কাছাকাছি ভালোবেসে।


কিছু নিয়ম সৃষ্টি হয়, কিছু ভেঙ্গে যায়
ভালোবাসার স্পর্শে।
দেখা নেই জানা নেই,
তবুও কত অাপন,  কত রাগ অভিমান,
ভুলে থাকার ব্যার্থ চেষ্টা।


এটাই মানুষ,  একসাথে মিশে যায় অজানা কোন সূরে।
দিন শেষে অাবার ফিরিব অাপন অাপন নীড়ে।
কিছু কিছু ভালোবাসার নাম হয়না,
যায়না মূল্যে পরিমাপ,
যেখানে পাপ থাকেনা,
যেখানে জন্ম নেয়না কালিমার ছাপ।


বড্ড বাড়াবাড়ি করো তুমি
যখন যাহা চাই অামি
এড়িয়ে চলো,
অাঘাতে চূর্ণবিচূর্ণ করো অামায়,  
তোমায় ভালোবাসি বলে।