হাতের বেলুনটা যেভাবে অাকাশে উড়িয়ে দাও,
পারবে অামাকেও সেভাবে উড়িয়ে দিতে?


ওদিকে কাকে দেখছো!
অাহা!তোমাকেই বলছি যে,
হ্যাঁ হ্যাঁ,তোমাকেই।
শুনেও না শোনার ভান করাটা ছাড়লে না;
অভিনয়টা যে তোমার অস্থিমজ্জায়।


দাও না,দাও না অামাকে উড়িয়ে,।
টাকা দিয়ে কিনতে হবে না অামাকে,
বড্ড সস্তা জিনিস কিনা;
অমন সস্তা জিনিস গুলিস্তানেও বেঁচে না।


এ দেহের অঙ্গগুলো বোঝা লাগে,
মনে হয় পর্বত ঠেসে দিয়েছে কেউ গায়ে।
ছু্ঁড়ে ফেলতে ইচ্ছে হয়,
কিন্তু ওই যে,অামি কাপুরুষ ভীষণ।


দিবে না অামায় উড়িয়ে,
তা কেনোই বা দিবে?
সস্তা জিনিস যে তোমার হাতে ধরা শোভা পায় না,
উড়িয়ে দিতে হলে তো অাবার হাতে ধরতে হবে;
থাক,জাত দিয়ে লাভ নেই।
তুমি তো অার লালন নও।