নিশ্চুপ মুহূর্তগুলোর ভাষা অাছে,
সকলে তা পড়তে জানে না,
তার জন্য শার্লক কিংবা ফেলু মিত্তির হওয়ার দরকার নেই,
বরঞ্চ একটু 'মনের মানুষ' হওয়া প্রয়োজন।


নিষ্পাপ মুখাবয়ব-ও সংকেত বহন করে,
সেটা সকলে বুঝে উঠতে পারে না,
'মনের মানুষ' ক'জনই বা হতে পারে?


নির্বাক শ্রোতারও হাজার কিছু বলার থাকে,
শুনেই বা ক'জন?
'মনের মানুষ' তো সবখানে জন্মায় না।


সদাহাস্য প্রাণটিতেও বেদনা থাকে,
সকলে হয়তো অনুভব করতে পারে না,
অনুভব করার মতো ক্ষমতা উনি দেননি,
সকলকে যে তিনি 'মনের মানুষ' করে বানান নি।


'মনের মানুষ' হতে বিস্তর জ্ঞানী হতে হয় না,
হতে হয় না বিরাট পয়সাওয়ালা লোক;
শুধুমাত্র একটি নিষ্পাপ মনের মালিক হতে হয়,
ভোরের শিশিরের মতো,সদ্য প্রস্ফুটিত শিউলির মতো পবিত্র মন।