তোমার নিকুঞ্জের কৃষ্ণচূড়া হবো,
বসন্ত অাসতেই মাতিয়ে তুলবো তোমায়,
তুমি কোকিল হয়ে অামার ডালেই বসবা কিন্তু!
কুহু কুহু ডেকে অামার শরীরের রক্তিমতা বাড়িয়ে তুলবা;
অামার শরীর থেকে থোকা থোকা ভালোবাসা ঝরে পড়বে,
ভয় পেয়ো না কিন্তু!
রক্ত নয়,ভালোবাসা-ভালোবাসাই ধরে নিও ওদের।


বসন্ত চলে যাবে,যাবো অামিও,
শীত অাসবে,অামিও শুকিয়ে যাবো ;
কিন্তু বিশ্বাস করো-বিশ্বাস করো তুমি,
অামি 'অামাকে' রেখে যাবো কৃষ্ণচূড়ার ধারাবাহিকতায়,
পারবে অপেক্ষা করতে অামার,পারবে?


স্বপ্ন দেখছিলাম-নিশীর স্বপ্ন,
হুম,স্বপ্ন-এ তো স্বপ্ন বৈকি ভিন্ন কিছু নয়।


তোমার পঞ্জিকায় যে 'বসন্ত'ই নেই!