তুমি শীয়রে শয্যায়
নির্বিকার উদ্বেগের
ভাষাহীন কামনায়।
ভাবছো বসন্ত চলে যায়
অনন্ত তৃষ্ণার অন্তহীন ব্যাথায়।
তোমার গোলাপি পাহাড়
শুভ্র উরু উষ্ণ কামনাক্লিষ্ট ঠোঁট
সবই যেন শুকিয়ে যাচ্ছে
উদ্বেগ আর শূন্যতায়।  
তুমি চেয়ে আছো পথে বিপথে
সীমাহীন স্বপ্ন লুকিয়ে
চাতক পাখির মতো তৃষ্ণা মিটাতে।
তুমি প্রেয়সী নও বন্ধু আমার
দুরাশার অবিরাম স্বপ্ন পথে
যেওনা আবার।
ফিরে এসো
স্পর্শ ও অনুভব কর
দগ্ধ হৃদয়কে সিক্ত কর।