দৃষ্টি দিয়ে সৃষ্টি করে
তোমাকে দেখি চোখের ঠা’রে।
মনে জাগে স্পর্শের দোলা
আমি হই আত্নভোলা।
রুপের ছলাকলায়
পঞ্চ ইন্দ্রিয় প্রান পায়।
আলিঙ্গনে ভরিয়ে দিয়ে
তরী ডুবে বিছানায় শুয়ে।
সপ্ত বর্ণের কল্পনা
মাধূরী মিশানো আল্পনা।
স্বপ্নে ছিলো এই আমার
সবই যেন মনের বিমার।
বাস্তবতায় এলেম ফিরে
এইভাবে কাটে রাত্রীটি’রে।
শত স্বপ্নের মাঝে
অপেক্ষায় থাকিব
কোন এক সন্ধ্যা সাঁঝে।
এতোটুকুতেই চাওয়া পাওয়া শেষ
এই কি জীবনের বেশ!