আমার একটা মুখোশ আছে
আঁধার হলে খুলি,
যখন দিনের আলো ফোটে
মুখের উপর তুলি ।


আমার একটা মুখোশ আছে
একলা হলেই খুলি,
যেথায় দেখি জন-বসতি
সেথায় মুখে তুলি ।


আমার একটা মুখোশ আছে
ঠাণ্ডা মাথায় ভুলি,
মেজাজ খানা বিগড়ে গেলে
হঠাৎ টেনে খুলি ।


আমার একটা মুখোশ আছে
যা পরে পথ চলি,
ক্ষণিক চলায় বিঘ্ন হলেই
চটজলদি খুলি ।


আমার একটা মুখোশ আছে
গর্ব করে বলি,
অহং দর্প চূর্ণ হলে
তড়িৎ পড়ে খুলি ।


আমার একটা মুখোশ আছে
যা পড়ে সং ধরি,
শনির দশায় পড়লে পরে
সাঙ্গ জারি জুরি ।


আমার একটা মুখোশ আছে
রঙিন করে তুলি,
আচমকা যেই বৃষ্টি পড়ে
মুখোশ ধুয়ে ধুলি ।


আমার কিছু মুখোশ আছে
সময় বুঝে পরি,
অসময়ে অন্য মুখোশ
নতুন করে গড়ি ।


৭ এপ্রিল, ২০১৬