কিছু কিছু মানুষ আছে -
লিখলেই কবিতা হয়
বললেই হয় কবিতা
হাসিতে কবিতার মুক্তা ঝরে
আবেগে কবিতা, উচ্ছাসে কবিতা
চুল দাড়ী গোঁফের ভাজে হিন্দোল তোলে কবিতার ছন্দ
কাঁধের ঝোলাতে কবিতার পংক্তি নাচে
সূর্যাস্তে তাদের সূর্যমুখী চোখ মোহিত করে ঘরমুখো বালিকার মন
কিছু কিছু মানুষ আছে –
অনভ্যাসি সিগারেটের ধোঁয়ায় ছড়ায় কবিতার নির্যাস
পাহাড়ের সবুজ রং শুভ্র কাশফুলে আঁকে নিজের ছবি
নিঃসঙ্গ পুটিঘাসে হেঁটে হেঁটে
তারার আলোয় জ্যোৎস্নার সখ্যতা বোনে
কিছু কিছু মানুষ আছে -
জনহীন জনাদ্রিয়ায় বাদামের খোসার মতো
কোনা কাটা কোর্তার আস্তিনে বিস্বাদ লুকিয়ে হাসে
স্বর্গ নরকে পাতেনা কান
ভাদ্রের শস্যক্ষেতে বৃষ্টি ফোটার মতো
আলোকিত সকাল নিরাপদ বিকেলের প্রহর গোনে
ঝিঁঝিঁ ও জোনাকির সাথে ভোরের বন্দনায় নিবিড়ে কাটায় রাত
কবিতার ললিত জগতে নৈর্ব্যক্তিক কিছু কিছু মানুষ
জনারণ্যে কদাচিৎ নিরাভরণ হয়
অলক্ষ্যে মুখ ফসকে বলে দেয়
– আমি তোমাদেরই লোক।