আমরা বাঙালি
কবিতা
০৯/১০/২০২১


চারিদিকে পূজো পূজো গন্ধ,
নাকে লাগে ধুপ আর ধুনো,
জামা জুতোয় নতুনের সন্দ,
বাপ আমার নারকেল ঝুনো।
কিনে আনে 'সেলের জিনিস'
বলে এটা সবচেয়ে দামী,
ঠাম্মি বলে দেখেশুনে কিনিস,
নাতি যেন বলে না ওটা আমি।
বাবা বলে পেয়েছি যা হাতে,
সবটুকু কেড়ে নিল ওরা,
চিন্তায় ঘুম নেই রাতে,
জামা কাপড় সব আনকোরা।
বিরিয়ানি মুখ তুলে চায়,
আমি রই মুখখানি লুকিয়ে,
তন্দুরির জ্বালা পোড়া ঘায়,
মুখ বুক গিয়েছে যে শুকিয়ে।
ঠাম্মি বলে বালাজোড়া রেখে,
নিয়ে আয় কিছু টাকাকড়ি,
বাবা বলে ' মা তোকে দেখে,
মনে হয় জলে ডুবে মরি ' ।
মা বলে ক্ষতি নেই তা'তে,
বালাজোড়া আসুক না আসুক,
বিরিয়ানি থাকা চাই পাতে,
ছেলেমেয়ে মন খুলে হাসুক।
************************