সহস্রাব্দের ঘোড়া  ; দুর্নিবার গতি,
কেউ  সতী ; কেউ বা অসতী ।
রূপালী থালায় সোনালী ধান,
একফালি চাঁদ বড় ম্রিয়মাণ ।
ডুব দিয়েছে দীঘির জলে,
আশা নিরাশার গগন তলে  ।
চিরকুটে প্রেম ছিরকুটে দাঁত,
সোনার মুকুটে লৌহ কপাট ।
বাধা বাঁধনের দোদুল দোলায়,
ধ্যান কোথায় ধানের গোলায় ?
অনুভবি বুকে কিছু পিছুটানে,
হংস মিথুন সবুজ উঠানে ।
একমুঠো ধাঁধা বিছানার 'পরে,
আলোয় আঁধারে ছটফট করে ।
উপুড় করা উপোসী শ্বাস ,
ঝোপঝাড় নিয়ে রূপসী বাঁশ ।
দোলায় মাথা আকাশের নীচে,
আমি ও তুমি রয়েছি পিছে ।
বরষা গেলে শরৎ হাসে ,
বক্ষের প্রেম নাচে মধুমাসে।
জীবন যেন মস্ত দলিল ,
শব্দ, বাক্য, ভাষার সলিল ।
অলিখিত সব প্রেমের চুক্তি,
ভালবাসা শুধু জীবের মুক্তি।