বহুদূর নয় বাড়ির পাশেই সাজানো ধানের ক্ষেতে,
সবুজ ঘাসের গালিচা পাতানো অন্তরে থাকে মেতে,
পাকা পাকা ধানের শীষগুলো যবে হলুদ হয়ে ওঠে,
মনে হয় যেন মোহর লাগানো হলুদ খাম হয়ে ফোটে।


হাতে এল খাম হলুদ নাকি নীল কেই বা দেখে চোখে
ভালো মন্দ যাবতীয় খবর ছাপানোই দেখে লোকে ।
হলুদ খাম মানে সকল সময় হবেই প্রেমের চিঠি,
কথা ধয় নেহাৎ মিছেই এমন বুক ভরে বোঝে মিঠি।


তার জীবনের প্রাণাধিক প্রিয় নিকট জনের লেখা,
যে চিঠি এল হাতের পরে আঁখি জলে না যায় দেখা।
ইরাক ইরান সিরিয়া সুদান কোন দেশ থেকে আসে,
ছাপ দেখে কিছু যায় না বোঝা বেদনাই মনে ভাসে।


এনকাউন্টার কত যাতনার মনে প্রাণে বোঝে মিঠি,
আধা প্রাণ তার মহাপ্রয়াণে শেষ হল লেখা চিঠি।
রইল অধরা অজরা অমরা ভ্রমরার গুঞ্জনে,
'কোথা গেলে তুমি' কান্নার রেখা ভেজালো সিঞ্জনে।


হলুদ খামের সুরভি ধূসর ঊষর যে মনে হল,
কফিনবন্দী প্রিয়জন শব এল হরিবোল বল।
কোথায় পড়ে সোনালী ধানের ক্ষেত যেন হলুদ খাম,
হলুদ শুভ তবু হলুদের বিধি কেন হল বাম ?